বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তপশিল অনুযায়ী রোববার (৯ নভেম্বর) ঘোষণা করা হবে ভোটার তালিকা, ৩০ নভেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণার মাধ্যমে শেষ হবে নির্বাচনী প্রক্রিয়া।
বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তার বাইরে পাঁচ সহসভাপতি, মহাসচিব, তিন উপমহাসচিব, কোষাধ্যক্ষ ও ২৬ নির্বাহী কমিটির সদস্য নিয়ে গঠিত হবে বিওএ নির্বাহী কমিটি। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম এম সালেহীনকে প্রধান করে গঠিত হয়েছে নির্বাচন কমিশন।
ঘোষিত তপশিলে খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে ১২ নভেম্বর। আপত্তির শুনানির পর তা নিষ্পত্তি করা হবে ১৩ নভেম্বর। ১৫ নভেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ১৬ ও ১৭ নভেম্বর। মনোনয়নপত্র দাখিল করতে হবে ১৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ নভেম্বর। পরদিন হবে বাতিল ঘোষিত মনোনয়নপত্রের শুনানি ও নিষ্পত্তি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২১ নভেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর। ৩০ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট গণনার পর ফল ঘোষণা করা হবে বিকেল সাড়ে ৪টায়।

2 hours ago
3








English (US) ·