বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’। ভারতীয় আবহাওয়া অফিস বলছে- তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে বিকেলের মধ্যেই এটি আঘাত হানতে পারে।
বাংলাদেশে আঘাত না হানলেও প্রভাব পড়বে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকালের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার (৩০ নভেম্বর) বিকালে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্কুল, কলেজ, অফিস-আদালত বন্ধ করে দেওয়া হয়েছে।
আইএমডি আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ৬ ঘণ্টায় তা ক্রমে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে।
শনিবার সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরবে। শনিবার বিকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
তামিলনাড়ুর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিভিন্ন এলাকায় দুই হাজারেরও বেশি ত্রাণশিবির খুলেছে। উপকূল এলাকা থেকে সাড়ে ৪০০-র অধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।