বিকেএসপিতে প্রস্তুতি নিচ্ছে ছেলে ও মেয়েদের দল

3 months ago 31

চীনের ডংজুতে আগামী ৩ থেকে ১৩ জুলাই বসবে অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির ছেলে ও মেয়েদের প্রতিযোগিতা। বাংলাদেশ দুই বিভাগেই দল পাঠাবে। মওদুদুর রহমান শুভর অধীনে ছেলে ও জাহিদ হোসেন রাজুর অধীনে মেয়েদের দল মে মাসের মাঝামাঝি থেকে বিকেএসপিতে অনুশীলন করছে। দুই দলের বেশিরভাগ খেলোয়াড়রই এই বিকেএসপির।

আগামী ৩০ জুন রাতে দুই দলই চীনের উদ্দেশ্যে ঢাকা চাড়বে। ছেলেদেরে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রেফাতুল ইসলাম ও মেয়েদের ম্যানেজার হোসেন ইমাম চৌধুরী সান্টা।

বাংলাদেশের ছেলে ও মেয়েদের দল প্রতিপক্ষ হিসেবে কাদের পাচ্ছে সেটা এখানো জানা যায়নি। ছেলেদের কোচ মওদুদুর রহমান শুভ বলেছেন, এখনো গ্রুপিং হয়নি। গ্রুপিং হওয়ার আগ পর্যন্ত জানা যাবে না কাদের বিপক্ষে খেলতে হবে।

যুবাদের যখন আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে তখন অলস সময় কাটাচ্ছেন দেশের সিনিয়র খেলোয়াড়রা। সোহানুর রহমান সবুজ, ওবায়দুল হোসেন জয়, রাকিবুল ইসলাম রাকিক ও রেজাউল করিম বাবু খেলতে গেছেন জার্মানিতে।

বাকিরা যাতে ফিটনেস হারিয়ে না ফেলেন যে কারণে ফেডারেশন তাদের জন্য ১০ দিনের ফলোআপ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান জাগো নিউজকে বলেছেন, 'সিনিয়র খেলোয়াড়দের মধ্যে কয়েকজন জার্মানিতে আছেন। তারা খেলার মধ্যে আছেন। ৩৫ জনের মতো খেলোয়াড় নিয়ে আমরা ১০ দিনের ফলো আপ ক্যাম্প করবো। প্রতি দুই আড়াই মাস পরপর এই ক্যাম্প করতে পারলে খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকবে।'

সিনিয়রদের এই ক্যাম্পের কোচ এখনো ঠিক হয়নি। সাধারণ সম্পাদক বলেছেন, খুব শিগগিরই তারা কোচের নাম ঘোষণা করবেন।

আরআই/আইএইচএস/

Read Entire Article