বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২১ সাল থেকে বছর শেষে তাদের শিক্ষার্থীদের মধ্যে সেরা একজনকে ব্লু প্রদান করে আসছে। ২০২৪ সালে সাফল্য অর্জনের বিচারে সেই সম্মানসূচক ব্লু পেয়েছে অলিম্পিক গেমসে খেলা আরচার সাগর ইসলাম।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে সাফল্য অর্জনকারীদের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল বিকেএসপি।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মান সূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন।
আরচার সাগর ইসলামকে সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিকেএসপি ব্লু, সম্মাননা সনদ ও বিকেএসপি ব্লেজার প্রদান করা হয়। এ বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতিস্বরূপ ৮৮ জনকে বিকেএসপি কালার, ইনসিগনিয়া প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
আরচারির সাগর ইসলাম ও ফাহমিদা সুলতানা নিশা, অ্যাথলেটিকসে তামিম হোসেন ও তাসমিয়া হোসাইন, ব্যাডমিন্টনের মো. আব্দুল্লাহ আল সিয়াম, বাস্কেটবলের মো. আসিব আলি, বক্সিংংয়ের আবীর মাহমুদ, ক্রিকেটের মারুফ মৃধা ও মারুফা আক্তার, ফুটবলের নাজমুল হুদা ফায়সাল ও স্বপ্না রায়, জিমন্যাস্টিক্সের রাফিল আহমেদ ও বনফুলি চাকমা, হকির মো. হোজাইফা হোসেন ও অর্পিতা পাল, জুডোর মো. মনোয়ার হোসেন, ফাবিয়া বুশরা, মোছা. সোনিয়া, মোছা. আনিকা আক্তার, কারাতের মো. ইয়াসিন ইসলাম নাহিদ, কাবাডির মো. আরিফুল ইসলাম, শুটিংয়ের জিদান হোসেন, জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি, স্কোয়াশের মো. সাইমুন ইসলাম, সাঁতারের, মো. হোসাইন ও মোছা. জুঁই আক্তার, টেবিল টেনিসের খই খই সাই মারমা ও আবুল হাসেম হাসিব, তায়কোয়ানদোর মো. শুভ ময়িা, টেনিসের কাব্য গায়েন ও হালিমা জাহান, ভলিবলের রাতুল আহমেদ, ভারোত্তোলনের মো. রহিম ও উশুর আনন্দ বর্মন ও লিজা মনি পুরস্কার পেয়েছেন।
আরআই/আইএইচএস