বিকেল ৪টা পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার

2 hours ago 3

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ও সংশ্লিষ্টদের দাবি দাওয়া শুনলেও কোনো সিদ্ধান্ত দেননি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, অটোরিকশা চলাচলের আমি এখনই কোনো নির্দেশনা দিতে পারবো না। কারণ এই বিষয় উচ্চ আদালত রায় দেবেন। আজ বিকেলে চেম্বার আদালতে রায় দেওয়ার কথা রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালক ও ইউনিয়নের নেতাদের উদ্দেশ্য কমিশনার বলেন, আপনারা একটা লিঁয়াজো কমিটি করেন। তাদের মাধ্যমে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আবারও বসবো।

এদিকে রিকশাচালক ও সংগঠনের নেতারা চাঁদাবাজি, কার্ড বাণিজ্য ও হয়রানি বন্ধের দাবি জানান।

দাবির প্রেক্ষিতে ডিএমপি কমিশনার বলেন, আদালতের সিদ্ধান্ত না আসলে আমি কোনো কথা বলতে পারবো না। আপনারা বিকেল পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আমরা আবারও আলোচনায় বসবো।

চাঁদাবাজি বন্ধের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরীবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় লোকাল মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে তাহলে তার আর রক্ষা নেই। গরীবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা।

চাঁদাবাজি বন্ধে কমিটি করার কথা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করেন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে। চাঁদাবাজির টাকায় এসি ঘরে ঘুমানোর দিন শেষ।

টিটি/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article