বিকেলে হল ত্যাগ করবে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা

2 days ago 3

দাবি মেনে নেওয়ায় বিকেল ৪টার পর থেকে হল ছাড়বেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কলেজের আইনশৃঙ্খলা কমিটির সদস্য অধ্যাপক মো. হেদায়েত হোসেন।

তিনি বলেন, হল না ছাড়তে অনড় ছিলেন সাধারণ ছাত্ররা। এতে যে কোনো মুহূর্তে ফের আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে। ফলে দুপুরে হলে থাকা ছাত্রদের হল ত্যাগের বিষয়ে আইনশৃঙ্খলা কমিটি ও হল পরিচালনা কমিটির আহ্বায়কসহ অন্যরা আলোচনা করেন। পরে তাদের সুনির্দিষ্ট দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা হল ত্যাগ করতে রাজি হন। বিকেল ৪টায় সব ছাত্ররা এক সঙ্গে হল ত্যাগ করবেন।

হলে অবস্থানরত শিক্ষার্থী শাহিন, শামীম ও মোজাম্মেলসহ কয়েকজন জানান, সাধারণ ছাত্রদের ওপর হামলাকারীদের পরিচয় প্রকাশসহ গ্রেফতার ও অন্যান্য দাবিগুলো কলেজ কর্তৃপক্ষ মেনে নেওয়ার আশ্বাস মেনে নিয়েছে সাধারণ ছাত্ররা।

তারা জানান, ছাত্রদের জন্য কলেজে পল্লীকবি জসিম উদ্দিন হল, কবি নজরুল হল, ভাষা সৈনিক আহমেদ সালেক হল ও সুকান্ত হল রয়েছে। এগুলোতে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবুও হলের সব শিক্ষার্থীরা কলেজ থেকে না যাওয়া পর্যন্ত পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে হলের সিট বরাদ্দের নবায়ন ইস্যুতে বাগবিতণ্ডার সূত্রপাত হয়। পরে ময়মনসিংহের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক আশিকুর রহমানসহ অন্যরা আসলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এমএস

Read Entire Article