বিক্রি হওয়া শিশু নুসাইবা ফিরল মায়ের কোলে

2 days ago 11

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেড় মাস বয়সী নুসাইবা পুলিশের সহযোগিতায় ফিরল মায়ের কোলে। উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বছরের ২৪ এপ্রিল উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের তফাজ্জল হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার ও একই গ্রামের শাহ আলম মৃধার ছেলে ইমরান মৃধা ভালোবেসে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে মেয়ে সন্তান নুসাইবা আক্তারের জন্ম হয়। এরপর থেকে তাদের মধ্যে বিবাধ শুরু হয়। 

একপর্যায়ে গত ২২ ডিসেম্বর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়।

তখন বৃষ্টি আক্তারের কাছ থেকে একটি খালি স্ট্যাম্পে সই রেখে শিশু নুসাইবা আক্তারকে নিয়ে যায় ইমরান মৃধা ও তার পরিবার। পরে তারা নুসাইবাকে টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেয়।

এ ঘটনায় নুসাইবাকে উদ্ধার করতে তার মা বৃষ্টি আক্তার বাদী হয়ে শ্বশুর, স্বামী ও ননদকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার এসআই শাহাদাৎ হোসেন নুসাইবাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে থানার ওসি মো. রবিউল হক নুসাইবাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেন।

সন্তানকে ফিরে পাওয়ার বিষয়ে বৃষ্টি আক্তার বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বিক্রি হয়ে যাওয়া শিশুকে ফিরে পেয়েছি এবং পুলিশকে ধন্যবাদ জানাই।

Read Entire Article