বিক্রি হয়নি সাড়ে ২৩ লাখ পশু

3 months ago 41

সারাদেশে ঈদুল আজহাকে কেন্দ্র করে মোট এক কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদি পশু বিক্রি হয়েছে।

সোমবার (১৭ জুন) প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এবছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার, আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়।

তবে অন্যান্য বিভাগের হিসাব এখনো দেয়নি প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, এবার সারাদেশে কোরবানি উপলক্ষে গবাদি পশু মজুত ছিল ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। এরমধ্যে ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু বিক্রি হয়েছে। সে অনুযায়ী ২৩ লাখ ৫৯ হাজার ১৩৯টি পশু অবিক্রীত থেকে গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিক্রি হওয়া মোট পশুর এই সংখ্যা দিয়ে কোরবানিকৃত পশুর সংখ্যা নিরূপণের সুযোগ নেই। কারণ এর সঙ্গে গৃহপালিত যেসব পশু বিক্রি হয়েছে সেগুলো যুক্ত হবে। ফলে সংখ্যাটি বাড়বে। মোট কোরবানিকৃত পশুর সংখ্যা নিয়ে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

আইএইচআর/জেডএইচ/

Read Entire Article