অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে এরই মধ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। গত মৌসুমেও একই দলে সুযোগ পেলেও বিসিবির অনুমতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি তার। এবার বিসিবি থেকে আগেভাবেই ‘গ্রিন সিগন্যাল’ পেয়ে উড়াল দিয়েছেন এই টাইগার স্পিনার।
অনেকের মনেই প্রশ্ন, বিগ ব্যাশে রিশাদের ম্যাচ কবে, কখন। রিশাদের দল হোবার্ট হারিকেনসের প্রথম ম্যাচ ১৬ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ তাদের। ২১ ডিসেম্বর তাদের প্রতিপক্ষ রেনগেডস। ২৬ ডিসেম্বর হোবার্টের প্রতিপক্ষ পার্থ। ২৯ ডিসেম্বর রিশাদের দল মাঠে নামবে আবারও রেনেগেডসের বিপক্ষে। ২০২৬ সালের প্রথম দিন তাদের প্রতিপক্ষ পার্থ। ৩ জানুয়ারি প্রতিপক্ষ সিডনি থান্ডার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে রিশাদের দল মাঠে নামবে ৯ জানুয়ারি। জানুয়ারি ১১ ও জানুয়ারি ১৪ তারিখ তারা লড়বে যথাক্রমে সিডনি সিক্সার্স ও ব্রিসবেন হিটের বিপক্ষে।
বিগ ব্যাশে একাদশে বিদেশি খেলতে পারেন তিনজন। হোবার্টেও বিদেশি ক্রিকেটার আছেন তিনজন। রিশাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে।
জর্ডান সর্বশেষ দুই মৌসুমেই হোবার্টে খেলেছেন। ডেথ ওভারে জর্ডানের ওপরই নির্ভর করে হোবার্ট। এবার বিগ ব্যাশের ড্রাফটে সবার আগে জর্ডানকেই দলে ডেকেছে তারা। জর্ডানের পর দ্বিতীয় কলে হোবার্ট দলে নিয়েছে রিশাদকে।
হোবার্ট হারিকেনস স্কোয়াড: রেহান আহমেদ (ইংল্যান্ড), ইয়ান কার্লিসে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, বিলি স্ট্যানলেক, ম্যাথু ওয়েড, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার, ম্যাক রাইট।