বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

বিগ ব্যাশ লিগে নিজের সামর্থ্যের ঝলক ফের দেখালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার নিয়ন্ত্রিত স্পেলে ভর করেই হোবার্ট জেতে ৩৭ রানে। টসে হেরে আগে ব্যাট করে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে তোলে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে থামে ১৪১ রানে। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর এই ম্যাচে আবার সাফল্যের দেখা পেলেন রিশাদ। চলতি আসরে তার উইকেটসংখ্যা দাঁড়াল ১১—স্পিনারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ; সমান ১১ উইকেট রয়েছে অ্যাডিলেডের লেগ স্পিনার লয়েড পোপেরও। ম্যাচে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন রিশাদ। ওই ওভারের শেষ বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড করে ফেরান জেমি ওভারটনকে—উইকেট থেকে বেরিয়ে এসে টার্ন সামলাতে না পেরে পরাস্ত হন তিনি। প্রথম দুই ওভারে দুটি উইকেট পেলেও তখন কিছুটা খরচা হয়েছিল; ওই দুই ওভারেই আসে ২১ রান। তবে পরের দুই ওভারে দৃশ্যপট বদলে দেন রিশাদ—দেন মাত্র ৫ রান এবং তুলে নেন লুক উডের উইকেট। বল

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু
বিগ ব্যাশ লিগে নিজের সামর্থ্যের ঝলক ফের দেখালেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। তার নিয়ন্ত্রিত স্পেলে ভর করেই হোবার্ট জেতে ৩৭ রানে। টসে হেরে আগে ব্যাট করে হোবার্ট হারিকেন্স ২০ ওভারে তোলে ১৭৮ রান। জবাবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ৯ উইকেট হারিয়ে থামে ১৪১ রানে। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকার পর এই ম্যাচে আবার সাফল্যের দেখা পেলেন রিশাদ। চলতি আসরে তার উইকেটসংখ্যা দাঁড়াল ১১—স্পিনারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ; সমান ১১ উইকেট রয়েছে অ্যাডিলেডের লেগ স্পিনার লয়েড পোপেরও। ম্যাচে নিজের প্রথম ওভারেই আঘাত হানেন রিশাদ। ওই ওভারের শেষ বলে প্যাডল সুইপ খেলতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন হ্যারি মানেটি। পরের ওভারের প্রথম বলেই স্টাম্পড করে ফেরান জেমি ওভারটনকে—উইকেট থেকে বেরিয়ে এসে টার্ন সামলাতে না পেরে পরাস্ত হন তিনি। প্রথম দুই ওভারে দুটি উইকেট পেলেও তখন কিছুটা খরচা হয়েছিল; ওই দুই ওভারেই আসে ২১ রান। তবে পরের দুই ওভারে দৃশ্যপট বদলে দেন রিশাদ—দেন মাত্র ৫ রান এবং তুলে নেন লুক উডের উইকেট। বল হাতে হোবার্টের শুরুটাও ছিল চোখে পড়ার মতো। রিশাদ পঞ্চম ওভারে আক্রমণে আসার আগেই পেসার রিলে মেরেডিথ ও নাথান এলিস টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। এরপর অ্যাডিলেড লড়াইয়ে টিকে ছিল মূলত লিয়াম স্কটের ব্যাটে—তিনি ৫৮ বলে অপরাজিত ৯১ রান করেন। তবু লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি। এই জয়ে টুর্নামেন্টে হোবার্টের অবস্থান আরও শক্ত হলো। রিশাদদের পরবর্তী ম্যাচ আগামী ১১ জানুয়ারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow