বিগব্যাশের ড্রাফটে মোস্তাফিজ-রিশাদসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার

2 months ago 7

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনসহ বাংলাদেশের ১১ ক্রিকেটার।

ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার ড্রাফটে থাকা ৪৪০ পুরুষ ক্রিকেটার ও ১৪৫ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। আট দলের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

গত বছর বিগব্যাশের ড্রাফটে দল পেয়েছিলেন রিশাদ হোসেন। তবে বিপিএলে ব্যস্ত থাকায় সেবার অস্ট্রেলিয়ায় খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের।

এবারও রিশাদ ড্রাফটে আছেন, আছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া ড্রাফটে নাম লিখিয়েছেন শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামীম, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়।

এমএমআর/জিকেএস

Read Entire Article