কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভিরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র/দেশ হিসেবে আমাদের সত্তা আর উৎসের কেন্দ্রবিন্দু এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান।’
বিচার চেয়ে তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’
এর আগে ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সারা দেশে মুক্তিযোদ্ধা ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হন।