বিচার না হওয়া পর্যন্ত আ’লীগের কোনো পুনর্বাসন হবে না

1 month ago 20

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। আগামী দিনে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) কুমিল্লার লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো দল যদি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করতে চায়, তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালী পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে, আওয়ামী লীগের দোসররা আবারো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। দেশের এক ইঞ্চি মাটিতেও কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া যাবে না।

বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়ায়, তখনই ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবে ছাত্রদের ত্যাগের বিনিময় হিসাবে আমাদের সকলকে শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে, রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। পাশাপাশি আগামী দিনে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর জয়নাল আবেদিন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

Read Entire Article