বিচার না হলে গণআন্দোলন, সাজিদ হত্যার প্রতিবাদে ইবিতে নতুন কর্মসূচি ঘোষণা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রক্তমাখা লাল কাফনে মোড়ানো প্রতীকী লাশ ও প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ‘হত্যাকাণ্ডের ঘেরাও’ কর্মসূচি পালন করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা সাজিদ হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করে আগামী শনিবার (২০ ডিসেম্বর) ‘কর্তাব্যক্তিদের চোখে আঙুল দিয়ে লাশ দেখানো’ শিরোনামে নতুন কর্মসূচির ঘোষণা দেন।