বিচারকের সামনে সাংবাদিক মারধরে ইসলামী আন্দোলন ও ডিআরইউ’র নিন্দা

2 hours ago 3

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাস পিয়াসের সামনে এজলাসে ‘সময় টিভি’র সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের ওপর কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। 

বিবৃতিতে ফজলুল করীম মারুফ বলেন, কয়েকজন আইনজীবীর প্রকাশ্য হামলা গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মনে করে ইসলামী আন্দোলন। আদালত প্রাঙ্গণের মতো সংবেদনশীল ও মর্যাদাপূর্ণ স্থানে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর এ ধরনের হামলা আদালতের ভাবমূর্তি ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এটি পুরো সাংবাদিক সমাজকে ভীত-সন্ত্রস্ত করার এক পরিকল্পিত অপচেষ্টা বলে আমরা মনে করছি।

বিবৃতিতে একই সঙ্গে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান ইসলামী আন্দোলনের মিডিয়া সেলের প্রধান এবং দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

তিনি আরও বলেন, আমরা আদালত-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানাতে চাই সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং আদালতে অবাধ সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিত করা জরুরি সাংবিধানিক দায়িত্ব। আদালতে সংবাদকর্মীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার নিশ্চিত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এদিকে এ ঘটনায় আরেকটি বিবৃতিতে নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এদিন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হমলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এর আগেও আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারও এমন ঘটনা ঘটতো না। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও আন্তরিক হওয়া প্রয়োজন। একইসঙ্গে ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহবান জানাচ্ছে ডিআরইউ। 

Read Entire Article