সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। তিনি চলতি বছরের ৯ ফেব্রুয়ারি, ৯১ বছর বয়সে মারা যান।
শুক্রবার (১৬ মে) রাজধানীর বিয়াম অডিটরিয়ামে আয়োজিত জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিক আররি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শামসুল আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক।
এতে স্বাগত বক্তব্য দেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অধ্যাপক ডা. এম ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মতিয়ার রহমান।
স্মৃতিচারণ করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. রুহুল আমিন। দোয়া পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন।
বক্তারা বিচারপতি আবদুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, তিনি দরিদ্র রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানে সব সময় সাপোর্ট দিতেন।

5 months ago
107









English (US) ·