স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে খ্যাতিমান সঙ্গীতজ্ঞ এ আর রহমান। ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম আনন্দবাজারকে এ খবর জানিয়েছেন তার স্ত্রী সায়রা বানুর আইনজীবী।
গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ওই আইনজীবী জানান, তিক্ত সম্পর্কের জের ধরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সায়রা। সেই সিদ্ধান্তে দুজনার সম্মতি রয়েছে। কেন ঘুরতে যাচ্ছে এমন ঘটনা? সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। যদিও দুজনই সম্পর্কটা টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। সিদ্ধান্তটি নিতে যথেষ্ট কষ্ট হয়েছে দুজনার, কিন্তু সায়রার সামনে আর কোন পথ খোলা নেই।
এ আর রহমানের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার ভক্তরা। তার স্ত্রী সায়রার আইনজীবী অনুরোধ করেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কেউ যেন সায়রাকে বিব্রত না করেন। তিনি মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ, দীর্ঘ দাম্পত্যে ইতি টানা কোনো সহজ বিষয় নয়।
১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। তাদের তিন সন্তান, খতিজা, রহিমা ও আমিন। এর আগে এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করেছিলেন যে, স্ত্রী সায়রার সঙ্গে তার সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে। যদিও বুদ্ধিমত্তার সঙ্গে তারা বিষয়টি সামলে চলেন। ২৯ বছর বয়সে সায়রাকে বিয়ে করেছিলেন রহমান। আজ ২৯ বছর পর ভাঙতে যাচ্ছে তাদের সংসার।
এ আর রহমান ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি দেশটির জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অস্কার, গ্র্যামী, গোল্ডেন গ্লোব অর্জন করেছেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছে।
আরএমডি/ইএ