ভারতীয় টেলিভিশনের পর্দায় তাদের রসায়ন এক সময় দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিল। কিন্তু বাস্তব জীবনের গল্পটা যেন ঠিক উল্টো পথে হাঁটছে। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেতা নীল ও অভিনেত্রী ঐশ্বরিয়া দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা এবং শিগগির এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও তাদের আলাদা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রতিবেদনে।
এদিকে অভিনেত্রী ঐশ্বরিয়া এর আগে বিচ্ছেদের গুজবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গত জুনেই অভিনেতার সঙ্গে ক্রমেই তাদের আলাদা হওয়ার খবর রটে। তখন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘আমার জীবন তোমার বিষয়বস্তু নয়।’
তখন এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকেন, যা আমি কখনো বলিনি। আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।’

3 hours ago
3









English (US) ·