বিজয় দিবসে জুড়ীতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে রত্না মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. আব্দুল্লাহ'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত মুর্শেদ "বক্তব্যের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, তরুণরা আগামীতে নেতৃত্

বিজয় দিবসে জুড়ীতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘রান ফর ইউনিটি’ শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শীতের কনকনে সকালে জুড়ী উপজেলা চত্বর থেকে দৌড় শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রত্না মাঠে গিয়ে শেষ হয়। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে রত্না মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির জুড়ী উপজেলা সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি এম. আব্দুল্লাহ'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা দাওয়াহ সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কলেজ সম্পাদক তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুহিত মুর্শেদ "বক্তব্যের শুরুতে বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্য বলেন, তরুণরা আগামীতে নেতৃত্ব দিতে এই বাংলাদেশকে সেজন্য স্বাধীনতা মূল লক্ষকে প্রেরণা হিসাবে ধারণ করে কাজ করে যেতে হবে তাহলে দেশ পাবে সঠিক নেতৃত্ব এবং দূর হবে সকল সংকট ও সমস্যা।"

দৌড়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী আব্দুস শুকুর তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, "এত সুন্দর একটি ইভেন্ট আয়োজন করার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। মানসিক ও শারীরিক সুস্থতা ধরে রাখতে এ ধরনের আয়োজন আমাদের অনেক উৎসাহিত করে। এমন উদ্যোগ নিয়মিত হওয়া প্রয়োজন।"

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির দায়িত্বশীল রুমেল আহমদ, নাজমুল ইসলাম, জাবির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রথম ২০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow