বিজি প্রেসের মজনু রিমান্ডে, কারাগারে আকরাম

1 month ago 12

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার মামলায় বিজি প্রেসের কর্মচারী মজনু মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় গ্রেফতার বিজি প্রেসের আরেক কর্মচারী আকরাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত সংস্থা সিআইডি আসামি মজনুর দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আসামি আকরামকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৮ জুলাই রাজধানীর পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপ-পরিদর্শক নিপ্পন চন্দ্র চন্দ বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

জেএ/কেএসআর/জেআইএম

Read Entire Article