বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্য মিরান আলী ও শিহাবুদ্দোজা চৌধুরী।
আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিশেষ করে পোশাক ও বস্ত্র খাতে আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করা।
বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বাংলাদেশের সমৃদ্ধশালী পোশাকশিল্পের ওপর সংক্ষিপ্ত বিবরণ দেন, বিশেষ করে পোশাকশিল্পের বর্তমান অগ্রাধিকারগুলো- উচ্চমূল্যের নন-কটন পোশাকে যাওয়ার মাধ্যমে রপ্তানিতে বৈচিত্র্য আনয়ন, পরিবেশগত সাসটেইনেবিলিটির প্রসার এবং প্রযুক্তির মানোন্নয়ন।
তিনি বাংলাদেশি এবং চীনা টেক্সটাইল এবং ফ্যাশন প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান বিনিময়ের ওপরও জোর দেন।
আনোয়ার হোসেন বাংলাদেশ থেকে চীনের বাজারে পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আনয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ ও চীন উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের মধ্যে সফর বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণে বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণকে উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
বিজিএমইএ প্রশাসক বাণিজ্য ও শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা করার পাশাপাশি, চীনের সঙ্গে মসৃণ ব্যবসায়িক সংযোগ স্থাপন এবং বাণিজ্য সম্প্রসারণের সুবিধার্থে বাজার সম্পর্কিত তথ্য শেয়ার করে বাংলাদেশি ব্যবসায়ীদের আরও সহযোগিতার জন্য চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
বিশ্ববাজারে ম্যানমেইড ফাইবারভিত্তিক ফেব্রিক্স, কেমিক্যালস এবং অন্যান্য কাঁচামালের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে চীনের অবস্থান তুলে ধরে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের পোশাকশিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারে।
বিএ/এমএস