বিজিবির প্রতিবাদে সীমান্তে সিসি ক্যামেরা সরাল বিএসএফ

2 hours ago 5

কুড়িগ্রামের ভুরুঙ্গামার‌ী উপ‌জেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় লাগা‌নো সিসি ক্যামেরাটি খুলে নিয়ে‌ছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ক্যামেরা খুলে নেয় তারা।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরাটি লাগায়। ওই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক হয়। তখন সুরাহা না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আমাদের আশ্বস্ত করেন। এ ছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয়দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Read Entire Article