বিজেসির নতুন সদস্য সচিব আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন

2 hours ago 5
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নতুন সদস্য সচিব হলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত বিজেসির ট্রাস্টি বোর্ডের সভায় ইলিয়াস হোসেন সংগঠনের সদস্য সচিব মনোনীত হন। সভায় সংগঠনের নতুন সদস্য পদ দেওয়ারও সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে শিগগিরই বিস্তারিত জানানো হবে। সভায় এ বছরের শেষ দিকে পরবর্তী সম্প্রচার সম্মেলন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বোর্ডের অন্যান্য ট্রাস্টিরা উপস্থিত ছিলেন। এর আগে, সম্প্রতি অনুষ্ঠিত ৫ম সম্প্রচার সম্মেলন প্রস্তুতি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। সফল সম্মেলনের জন্য কমিটিকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে এক মাসের মধ্যে বিজেসি জার্নাল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
Read Entire Article