সিলেটে শেখ হাসিনার পতনের খবরে উচ্ছ্বসিত মানুষের সঙ্গে মিশে আওয়ামী লীগের কিছু দোসররা মানুষের বাসাবাড়ি ও সরকারি প্রতিষ্ঠানের হামলা ও লুটপাট করছে বলে অভিযোগ জেলা বিএনপি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে একথা বলেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। বিশৃঙ্খলাকারীদের ঠেকাতে সোমবার বিকেল থেকে আজ পর্যন্ত দলটির নেতাকর্মীরা কাজ করছেন বলেনও জানান তিনি।
কাইয়ুম চৌধুরী বলেন, ‘ছাত্র-জনতার টানা ৩৬ দিনের সম্মিলিত আন্দোলনের কারণেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর মুক্তিকামী জনতার বিজয় উৎসবে আওয়ামী লীগের কিছু দোসররা অত্যন্ত সুকৌশলে প্রবেশ করে সিলেট শহরে বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। তাদের সঙ্গে বিএনপি কিংবা ছাত্র-জনতার কোনো সম্পর্ক নেই।’
তিনি বলেন, ‘বিষয়টি উপলব্ধি করার পরপরই সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করা হয়। কোথাও কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে বলা হয়েছে। পাশাপাশি কোনো তৃতীয় পক্ষ যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আহ্বান জানানো হয়েছে।’
বিএনপি নেতা কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলতে চাই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। যে বা যারাই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হোক।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দীকি, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, মহিলা দলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সামিয়া বেগম চৌধুরী প্রমুখ।
আহমেদ জামিল/এসআর/জিকেএস