বিজয় দিবস শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় অর্জনের দিনঃ বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, "১৬ ডিসেম্বর হলো শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় অর্জনের নতুন সুযোগ সৃষ্টির দিন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের ফসল হিসেবেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।" তিনি বলেন, "এই দিনটি কেবল বিজয়ের স্মারক নয়, ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। ন্যায়পরায়ণতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আজ আমাদের প্রধান দায়িত্ব।" মঙ্গলবার মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, "বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে।"অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে

বিজয় দিবস শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় অর্জনের দিনঃ বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী বলেছেন, "১৬ ডিসেম্বর হলো শৃঙ্খল ভেঙে আত্মপরিচয় অর্জনের নতুন সুযোগ সৃষ্টির দিন। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণের কবল থেকে মুক্ত হতে বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের আত্মত্যাগের ফসল হিসেবেই আমরা স্বাধীনতা অর্জন করেছি।"

তিনি বলেন, "এই দিনটি কেবল বিজয়ের স্মারক নয়, ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার কথাও স্মরণ করিয়ে দেয়। ন্যায়পরায়ণতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়াই আজ আমাদের প্রধান দায়িত্ব।"

মঙ্গলবার মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, "বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা ছিল ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সে লক্ষ্য অর্জনে সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের আপোষহীনভাবে এগিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, পুলিশ সুপার মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জুলাইযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow