বিজয় দিবসে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের ফুটসাল টুর্নামেন্ট
মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় ‘বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বাংসার সিটিতে অবস্থিত কমপ্লেক্স সুকান মাঠে সকাল ৭টায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি তরুণদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’-এর সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি কর্তৃক এর আয়োজন করা হয়।
এ টুর্নামেন্টে স্বাগতিক সিটি ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, লিংকন ইউনিভার্সিটি এবং আইআইইউএম সহ সর্বমোট ৪টি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সর্বমোট ৬টি ম্যাচ নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী জমজমাট এ টুর্নামেন্টের ফাইনালে লিংকন ইউনিভার্সিটিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম)।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন বিয়াম প্রেসিডেন্ট বশির ইবনে জাফর, পিনাকল ফুডস-এর মার্কেটিং ম্যানেজার মুরাদ, হেড অব মার্কেটিং তাহসিন।
শিরোপা প্রদান অনুষ্ঠানে অতিথিরা বিয়ামের তরুণদের এই অসামান্য কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, বিজয়ের গৌরবে আমরা এখনো যেমন সমুজ্জ্বল তেমনই বিয়ামও তার আপন গতিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে এক উজ্জ্বল গন্তব্যের দিকে ছুটছে।
বিয়ামের এই অগ্রযাত্রা আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শিরোপা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়াম সিটি ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট এমডি রফিকুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি জাহিদুল ইসলাম, বিয়াম লিংকন ইউনিভার্সিটির চ্যাপ্টার প্রেসিডেন্ট ফাইজা হুমাইরা, সেক্রেটারি আরমান মজুমদার, বিয়াম মাহসা ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট সামিন শাহরিয়ার রাজিন, সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজসহ প্রতিটি চ্যাপ্টার কমিটির অন্য নেতারা।
ট্যুর্নামেন্ট আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল প্রাণ, দ্য স্টাডি ডক্টর এবং নেক্টট জেন।