বিজয়ের গৌরব, বর্তমানের সংকট ও আগামীর বাংলাদেশ
শৈশবে বিজয় দিবস ছিল আমার কাছে এক নির্মল আনন্দের উৎসব। হাতে ছোট পতাকা, স্কুলের দেশাত্মবোধক গান, বন্ধুদের সঙ্গে র্যালি; সবকিছু মিলিয়ে দিনটি ছিল রঙিন ও আনন্দময়। তখন স্বাধীনতার গভীর অর্থ বোঝার বয়স হয়নি। জানতাম শুধু, বিজয় মানেই আনন্দ। কিন্তু, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই অনুভূতির রং বদলেছে। ইতিহাস জানা, অভিজ্ঞতা অর্জন এবং বাস্তবতা বোঝার মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর এখন আমার কাছে এক গভীর বেদনাময় গৌরবের দিন। এই বিজয়ের পেছনে লুকিয়ে আছে অসংখ্য শহীদের নামহীন রক্ত, অগণিত মায়ের কান্না আর নিঃস্বার্থ আত্মত্যাগ। মুক্তিযোদ্ধাদের ভাঙা শরীর, কাঁপা কণ্ঠ আর চোখের জল আমাকে বারবার নতুন করে ভাবতে শেখায় স্বাধীনতার প্রকৃত মূল্য।