'বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও'-'রাজবধূ' সিনেমার এই বিখ্যাত গান হয়তো অনেকের মনে সুর তোলে আবেগে। কিন্তু জাতীয় দলের নির্বাচকদের কণ্ঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যখন এই সুর বাজে, তখন সেটা হয়ে দাঁড়ায় দায়বদ্ধতার প্রতিধ্বনি। এনামুল হক বিজয়ের ঘরোয়া ক্রিকেটে ঝলমলে পারফরম্যান্স দেখে নির্বাচকদের সেই বড় আশা ছিল একরাশ প্রত্যাশা। কিন্তু বাস্তবে তার ব্যাটে উঠছে শুধুই হতাশার সুর।
বিজয়ের ঘরোয়া... বিস্তারিত