বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন তানজিম সাকিব
বিজয়ের মাস ডিসেম্বর। জাতির গর্ব, ত্যাগ আর আত্মোৎসর্গের স্মৃতিবহ এই মাসে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের স্মরণ করলে তার হৃদয় গর্বে ভরে ওঠে। প্রশিক্ষণের অভাব, যুদ্ধের অপ্রস্তুত পরিবেশ—সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশমাতৃকার টানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়েই বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছিলেন—এ কথা স্মরণ করে সাকিব জানিয়েছেন গভীর কৃতজ্ঞতা।
সাকিব লিখেছেন, “আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যাঁরা জানতেন না যুদ্ধ কীভাবে করতে হয়; তবুও দেশের টানে অস্ত্র তুলে নিয়েছিলেন। তারা-ই আমাদের আত্মপরিচয় এনে দিয়েছেন।”
জাতীয় দলের এই তরুণ পেসার আরও উল্লেখ করেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাই বাঙালিকে ভীরু জাতি থেকে সাহসী জাতিতে রূপান্তরিত করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছেন—এমনটাই মনে করেন সাকিব।
তার ভাষায়, “
বিজয়ের মাস ডিসেম্বর। জাতির গর্ব, ত্যাগ আর আত্মোৎসর্গের স্মৃতিবহ এই মাসে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের স্মরণ করলে তার হৃদয় গর্বে ভরে ওঠে। প্রশিক্ষণের অভাব, যুদ্ধের অপ্রস্তুত পরিবেশ—সবকিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে দেশমাতৃকার টানে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়েই বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছিলেন—এ কথা স্মরণ করে সাকিব জানিয়েছেন গভীর কৃতজ্ঞতা।
সাকিব লিখেছেন, “আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ব করি। যাদের ছিল না কোনো ট্রেনিং, যাঁরা জানতেন না যুদ্ধ কীভাবে করতে হয়; তবুও দেশের টানে অস্ত্র তুলে নিয়েছিলেন। তারা-ই আমাদের আত্মপরিচয় এনে দিয়েছেন।”
জাতীয় দলের এই তরুণ পেসার আরও উল্লেখ করেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাই বাঙালিকে ভীরু জাতি থেকে সাহসী জাতিতে রূপান্তরিত করেছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারছেন—এমনটাই মনে করেন সাকিব।
তার ভাষায়, “বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি—আমাদের মুক্তিযোদ্ধারা।”
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে ক্রিকেটার তানজিম সাকিবের এই শ্রদ্ধা নিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।