বিজয়ের মাসে শাওনের ব্যতিক্রমী উদ্যোগ

1 month ago 23

অভিনেত্রী মেহের আফরোজ শাওন অনেক জনপ্রিয় নাটক, টেলিছবি ও সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত নাটক দর্শক মহলেও ব্যাপক জনপ্রিয়। এছাড়াও তিনি একজন নির্মাতা ও কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত।

শাওনকে এখন আর নিয়মিত শোবিজের কাজে দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে নিজের অবস্থান জানান। আজকে বিজয়ের মাসে ফেসবুকে স্ট্যাটাসে নিজের এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ অভিনেত্রী। তিনি জানান, ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি করে দেশের গান শেয়ার করবেন। সেই ধারাবাহিকতায় প্রথমদিন সাবিনা ইয়াসমিনের ‘এক সাগর রক্তের বিনিময়ে’ গানটি শেয়ার করেছেন শাওন।

গানটি শেয়ার করে শাওন লিখেছেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো আজ। ঠিক করেছি ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটা করে দেশের গান আমার ফেসবুক পাতায় দিব’।

এরপর এই অভিনেত্রী আরও লেখেন, ‘যাদের ভালো লাগবে শুনবেন। যাদের ৭১ এর ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে মানতে কষ্ট হয় তারা দয়া করে এড়িয়ে যাবেন, আমাকে অবন্ধু (আনফ্রেন্ড) করবেন। সবাইকে বাংলাদেশের বিজয়ের মাসের শুভেচ্ছা’।

বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।

এই দিনটিকে সামনে রেখেই প্রতিদিন একটি করে দেশত্ববোধক গান নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ারের কথা জানালেন মেহের আফরোজ শাওন।

এমআই/এমএমএফ/জিকেএস

Read Entire Article