বিটিএস তারকা জে-হোপ। বর্তমানে তার বিশ্বভ্রমণমূলক ‘হোপ অন দ্য স্টেজ’ ট্যুর নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তবে তাইওয়ানের তাইপেইয়ে অনুষ্ঠিত সাম্প্রতিক কনসার্ট শেষে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে অনলাইনে।
কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে লাইভে আসেন জে-হোপ। গাড়িতে বসেই লাইভ শুরু করেছিলেন তিনি। ঠিক তখনই হঠাৎ করে গাড়িটি থেমে যায়। অপ্রস্তুত জে-হোপের চোখে-মুখে আতঙ্ক আর বিস্ময়! লাইভেই দেখা যায়, কী ঘটছে তা বোঝার চেষ্টা করছেন তিনি।
পরে জানা যায়, স্থানীয় পুলিশের একটি চেকপোস্টে আটকে দেয়া হয়েছিল হোপের গাড়ি। গাড়িচালক তখন পুলিশকে জানায় যে এটি একজন সেলিব্রেটির গাড়ি। প্রথমে পুলিশ সদস্য ভুল বুঝে বলেন, ‘কাস্টমার?’। চালক পুনরায় বলেন, ‘না, সেলিব্রিটি।’ তখন পুলিশ বিষয়টি বুঝে নিয়ে তাদের গাড়ি যেতে দেন।
গাড়ির ভেতরে জে-হোপ তখনো কিছুটা ভীত ছিলেন। চালকের কাছে জানতে চান কী ঘটেছে, তেন পুলিশ তার গাড়ি আটকেছে। পরে চালক জানান, এটি ছিল ড্রিংক অ্যান্ড ড্রাইভ প্রতিরোধে করা সাধারণ এক চেকিং। তখন জে-হোপ স্বস্তি ফিরে পান। তিনি তখন বলেন, ‘ওহ, ড্রাইভিংয়ের সময় অ্যালকোহল টেস্ট? এখানেও করে নাকি? দারুণ তো!’
লাইভে জে-হোপের এই স্বাভাবিক ও সরল প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা সেই ভিডিও ক্লিপ ছড়িয়ে দেন মিম, জিআইএফ এবং নানা মজার মন্তব্যে। অনেকে হোপের আতঙ্কিত চেহারাটাও উপভোগ করেছেন।
‘হোপ অন দ্য স্টেজ’ ট্যুর এখন সমাপ্তির পথে। আগামী ৩১ মে ও ১ জুন জাপানের ওসাকায় দুটি কনসার্টের মাধ্যমে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এরপর দক্ষিণ কোরিয়ায় আরও দুটি এনকোর শো হবে ১৩ ও ১৪ জুন। সেই শোগুলো নিয়েও ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনা।
এলআইএ/এমএস