বিটিভি চট্টগ্রামের বিশেষ নাটক ‘জিনের বাদশা’

2 hours ago 4
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে বিশেষ নাটক ‘জিনের বাদশা’। কবির কালজয়ী গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন কথাসাহিত্যিক ও উপস্থাপক ইকবাল খন্দকার। নাটকটির নির্দেশনায় ছিলেন শুভ্র আহমেদ, প্রযোজনায় উম্মে হাবিবা দীনা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. ঈমাম হোসাইন। গত ২২ ও ২৩ আগস্ট নাটকটির শুটিং হয়েছে রাজধানীর পুবাইলের হাসনাহেনা শুটিং হাউজ ও আশপাশের লোকেশনে। মূল চরিত্র আল্লারাখা হিসেবে অভিনয় করেছেন মঞ্চ ও টেলিভিশনের অভিনেতা রামিজ রাজু। আরও অভিনয় করেছেন সামিহা আকতার, হাফিজুর রহমান সুরুজ, সাবিনা রনি, কে এম এইচ পামির, জেরিন রত্না খান, রফিকুল ইসলামসহ অনেকে। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে আল্লারাখা নামের এক দুরন্ত যুবককে ঘিরে। যে ভালোবাসে চানভানুকে, আর চানভানুও তাকে। কিন্তু সমাজ ও নিয়তির কারণে সেই প্রেমের গল্প দাঁড় করায় নির্মম পরিণতির সামনে। বিশেষ এই নাটক ‘জিনের বাদশা’ ২৬  আগস্ট (মঙ্গলবার) রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে।
Read Entire Article