‘বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে দেশবাসীকে জানাতে হবে’

3 weeks ago 19

পিলখানা হত্যাকাণ্ডের মূল কারণ ও রহস্য তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে কি না তা জনসম্মুখে স্পষ্ট করে জানাতে হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে আলোচনাকালে তিনি একথা বলেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহপ্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবির ও কেন্দ্রীয় নেতা মুফতি মোস্তফা কামাল প্রমুখ। 

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, এমন ঘটনায় দেশের সার্বভৌমত্ব নষ্ট করার পরিকল্পনার অংশ কিনা তা জনগণ জানতে চায়। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি।

জনপ্রিয় ইসলামি সঙ্গীত শিল্পী ও বক্তা আবু সাঈদকে মাহফিলে যাওয়ার পথে তুলে নিয়ে হামলা এবং অপহরণের যে চেষ্টা হয়েছে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

Read Entire Article