বিতর্কিত মন্তব্যের জেরে চবি উপ-উপাচার্যের প্রশাসনিক ভবনে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিলসহ একাধিক ছাত্র সংগঠন। এ সময় ভবনের ভেতরে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান আন্দোলনকারী। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ তালা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শহিদ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দেয়া বক্তব্যের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের নাগরিকদের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, কোনো রাজাকারের টাকায় নয়। একজন উপ-উপাচার্য এ ধরনের মন্তব্য করতে পারেন না। তাই তাকে পদত্যাগ করতে হবে। চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, আমি একটা প্রোগ্রাম আছি এ মুহূর্তে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না। উল্লেখ্য, গতকাল ৫৪তম শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন

বিতর্কিত মন্তব্যের জেরে চবি উপ-উপাচার্যের প্রশাসনিক ভবনে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রদল, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিলসহ একাধিক ছাত্র সংগঠন। এ সময় ভবনের ভেতরে দুই উপ-উপাচার্য অবরুদ্ধ হয়ে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান আন্দোলনকারী।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ তালা দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, শহিদ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দেয়া বক্তব্যের প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাধীন বাংলাদেশের নাগরিকদের টাকায় বিশ্ববিদ্যালয় চলে, কোনো রাজাকারের টাকায় নয়। একজন উপ-উপাচার্য এ ধরনের মন্তব্য করতে পারেন না। তাই তাকে পদত্যাগ করতে হবে।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, আমি একটা প্রোগ্রাম আছি এ মুহূর্তে আমি কোন মন্তব্য করতে চাচ্ছি না।

উল্লেখ্য, গতকাল ৫৪তম শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান বলেন, “আমার প্রশ্ন, যে সময় আমি দেশ থেকে পালানোর চেষ্টা করছি জীবিত থাকবো নাকি মৃত থাকবো সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি সেই সময়ে পাকিস্তানের যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা আমি মনে করি রীতিমতো অবান্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow