ব্যক্তিগত ভিডিও ফাঁসের পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি ইনফ্লুয়েনসার ও টিকটক তারকা সামিয়া হিজাবের। একের পর এক কর্মকাণ্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই তরুণী এবার পোশাক নিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তেই তোলপাড় সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় । ক্রমবর্ধমান বিতর্কের জেরে শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।
জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
সেই ভিডিও ক্লিপটিতে সামিয়া হিজাব পাকিস্তানের মানুষের মানসিকতা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যদি তার পোশাকের ধরনে পরিবর্তন আসে, তবে সেটি তার দোষ নয়।’ তিনি সরাসরি অভিযোগ করে বলেন, ‘এটা জাতির দোষ।’ সামিয়া আরও যোগ করেন, মানুষের এই সংকীর্ণ চিন্তাভাবনা পাকিস্তানে তার জীবন কঠিন করে তুলেছিল।
সামিয়ার মতে, সরকার ও সমাজ উভয়ের কাছেই তিনি প্রতারিত হয়েছেন। তাদের মানসিকতা একই বলে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, ‘সরকার আর জনগণ—সবাই মিশে আছে; ভেতরে সবাই একই রকম।’
এদিকে সামিয়া বিদেশে থাকার বিষয়টি নিশ্চিত করলেও তার এই প্রস্থান ভ্রমণ নাকি স্থায়ীভাবে দেশত্যাগ— তা স্পষ্ট করেননি। তবে নেটিজেনদের তীব্র সমালোচনার কারণেই পাকিস্তান ছেড়েছেন বলে অনেকে ধারণা করছেন।

2 hours ago
6









English (US) ·