‘বিদেশ নেওয়ার বিষয়ে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড কোনো সিদ্ধান্ত জানায়নি’
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনগণের কাছে দোয়া কামনা করছি। এ সময় এভার কেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় নিজ অবস্থানে থেকে সবাইকে দোয়ার অনুরোধ করেন বিএনপির এই সিনিয়র নেতা।
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (৩০ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনগণের কাছে দোয়া কামনা করছি।
এ সময় এভার কেয়ার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, সেখানে আরও অনেক রোগী রয়েছে। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে এ ব্যপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় নিজ অবস্থানে থেকে সবাইকে দোয়ার অনুরোধ করেন বিএনপির এই সিনিয়র নেতা।
What's Your Reaction?