প্রিমিয়ার ফুটবল লিগে এবার শুরু থেকেই বিদেশি ফুটবলার নিয়ে খেলবে আবাহনী। আগেই রেজিস্ট্রেশন করিয়েছিল মোহামেডান থেকে আসা সুলায়ামন দিয়াবাতেকে। আর পরশু রাতে খেলোয়াড় রেজিস্ট্রেশনের শেষ সময় আবাহনী আরও দুই জন ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে। নাইজেরিয়ান এমেকা ওগবুকে। আক্রমণ ভাগের এই ফুটবলার গত মৌসুমেও আবাহনীতে খেলেছেন। মিডফিল্ড পজিশনে ব্রাজিলিয়ান ব্রুনো মাতোকে নিয়েছে লিগের বর্তমান রানার্সআপ আবাহনী। ... বিস্তারিত