বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

2 days ago 9

চট্টগ্রামের রাউজানে বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মিন্টু তার হেফাজতে থাকা অস্ত্র-গুলি দিয়ে নোয়াপাড়া এলাকায় চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন অপরাধ সংঘটিত করে আসছিল।

রোববার (৩১ আগস্ট) রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ওই যুবকের নাম মো. রাজু ওরফে মিন্টু (২৫)। 

থানা সূত্র জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন নোয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পলোয়ান পাড়া উজির মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মো. রাজু ওরফে মিন্টুকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং ১টি অস্ত্রের কাঠের বাট পাওয়া গেছে। রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের নেতৃত্বে ছিলেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন কালবেলাকে বলেন, গ্রেপ্তার মিন্টু একই বাড়ির আলী আকবর শাহরাজের ছেলে। তার ভাড়া বাসা হতে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি এবং একটি অস্ত্রের কাঠের বাট উদ্ধার করা হয়। নিজ হেফাজতে রাখার এসব অস্ত্রের বৈধ কোনো লাইসেন্স দেখাতে সে পারেননি। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া কালবেলাকে বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ চারটি মামলা রয়েছে।

Read Entire Article