বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ। টুর্নামেন্ট যেটাই হোক না কেনো ব্যাট হাতে আলো ছড়াতে ভুল করেন না তিনি। আলোচিত এই ক্রিকেটারও পেয়েছিলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। সংবাদ সম্মেলনে এমন তথ্য নিজেই জানান নাঈম শেখ।  এবারের বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পান নাঈম। আর তাতেই আলোচনায় উঠে আসেন তিনি। নাঈম শেখ জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার প্রস্তাব ছিল তার। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।  বিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানান এনপিএলে দল পাওয়ার কথা। সে সময় এনসিএল চলাকালে নিজেদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আর পারিশ্রমিকের কথা ভেবে নাঈম শেষ পর্যন্ত ফিরিয়ে দেন বিদেশি লিগের প্রস্তাব। তিনি বলেন, ‘অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম ওখানকার উইকেট কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল তবে এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’ এনপিএল বাদ দিয়ে এনসিএল বেছে নেওয়ার কারণও ব্যাখা করেছেন নাঈম শেখ। তিনি বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার
ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় মুখ নাঈম শেখ। টুর্নামেন্ট যেটাই হোক না কেনো ব্যাট হাতে আলো ছড়াতে ভুল করেন না তিনি। আলোচিত এই ক্রিকেটারও পেয়েছিলেন বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ। সংবাদ সম্মেলনে এমন তথ্য নিজেই জানান নাঈম শেখ।  এবারের বিপিএলের নিলামে কোটি টাকারও বেশি দামে দল পান নাঈম। আর তাতেই আলোচনায় উঠে আসেন তিনি। নাঈম শেখ জানান, সবশেষ নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার প্রস্তাব ছিল তার। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।  বিপিএলের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাঈম জানান এনপিএলে দল পাওয়ার কথা। সে সময় এনসিএল চলাকালে নিজেদের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিয়ে আর পারিশ্রমিকের কথা ভেবে নাঈম শেষ পর্যন্ত ফিরিয়ে দেন বিদেশি লিগের প্রস্তাব। তিনি বলেন, ‘অ্যাডাম রসিংটনের সঙ্গে কথা বলছিলাম ওখানকার উইকেট কেমন ছিল। আমারও ওখানে খেলার কথা ছিল তবে এনসিএলের কারণে যেতে পারিনি। ও বলল উইকেট প্রায় একই। নিয়মিত রান করেছে, ওর আত্মবিশ্বাস ছিল এখানে ধরে রাখবে ফর্ম। নেপালের লিগে খেলা অবশ্যই ওকে সহায়তা করছে।’ এনপিএল বাদ দিয়ে এনসিএল বেছে নেওয়ার কারণও ব্যাখা করেছেন নাঈম শেখ। তিনি বলেন, ‘বিপিএল শেষে একরকম ডিল ছিল। যখন এনসিএল চারদিনের খেলা চলছে তখন হুট করে এসে বলেছে। ওখানেও তো টি-টোয়েন্টি ক্রিকেট ছিল। লেভেল ম্যাচ করেনি তাই আমি এনসিএল বেছে নিয়েছি। বোর্ড বলেছে তুমিই সিদ্ধান্ত নাও, সমস্যা নেই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow