বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

3 hours ago 5

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশের বেশি বন্ধের কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করতে যাচ্ছে দেশটি।

মূলত যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে থাকে তার অধিকাংশই বন্ধ করতে যাচ্ছে মার্কিন নতুন প্রশাসন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিত্র ইলন মাস্ক ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টায় বিদেশি সাহায্যকে প্রায় অন্য যেকোনো লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের দাবি এই সংস্থার মাধ্যমে মার্কিন অর্থের অপচয় হচ্ছে।

এর আগে ইউএসএআইডি-এর প্রায় সব কর্মীকে ছাঁটাই বা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ’–এর নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডি’কে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

মাস্ক ইউএসএআইডি’কে ‘একটি অপরাধী সংগঠন’ এবং ‘আমেরিকাবিরোধী চরম-বাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী’ বলে অভিহিত করেছেন।

তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থি নেতারা দাবি করছেন যে, সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

অন্যদিকে ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের আবেদনে আড়াই লাখের বেশি মানুষ সই করেছেন। তার বিরুদ্ধে কানাডার সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ আনা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক একটি বিদেশি সরকারের সদস্য হয়ে উঠেছেন, যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা করছে। ইলন মাস্ক একজন মার্কিন নাগরিক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ উপদেষ্টাও।

সূত্র: নিক্কেই এশিয়া

এমএসএম

 

Read Entire Article