বিদ্যালয়ে শতবর্ষী গাছ কাটার পাঁয়তারা, মানববন্ধন ও বিক্ষোভ

10 hours ago 7

নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণে শতবর্ষী দুটি বৃষ্টি গাছ (রেইন ট্রি) কাটার পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘প্রকৃতি বাঁচা আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।

স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সভাপতি কবি তানভীর জাহান চৌধুরীর পরিচালনায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। 

এ সময় বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী, নেত্রকোনা সাহিত্য সমাজের সদস্য সুফি কবি এনামুল হক, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ওয়ালী উল্লাহ, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কণ্ঠশিল্পী সাদমান পাপ্পু, জেলা ছাত্রলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী প্রমুখ।

Read Entire Article