বিদ্যালয়ের অফিস সহকারী দিয়ে চলছে ক্লাস

2 months ago 32

ঝালকাঠির নলছিটির রানাপশা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী দিয়ে পাঠদানের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক থাকা সত্ত্বেও বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত জ্যোতী রানি বিশ্বাসকে দিয়ে ক্লাস করানো হয় বলে জানা গেছে।

সোমবার (১৮ নভেম্বর) বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, দীর্ঘ ২ মাস ধরে ল্যাব অপরেটর আঁখি হাওলাদার বিদ্যালয়ে অনপুস্থিত আছেন। আর ষষ্ঠ শ্রেণির ক্লাস নিচ্ছেন জ্যোতি রানী। 

জানা গেছে, জ্যোতি রানি বিশ্বাসের বাবা রানাপশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাই তিনি যোগদানের পর থেকেই শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ মোট ১৩ জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ে মাত্র ৩টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া তৃতীয় শ্রেণির দুজন কর্মচারীও (কম্পিউটার ল্যাব অপারেটর ও অফিস সহকারী) রয়েছেন। 

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষকরা এসে আড্ডা দেন। আর জ্যোতি রানিকে দিয়ে ক্লাস করান। কোনো অনিয়ম নিয়ে আমরা কিছু বললে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানো হয়। তাছাড়া কোনো মাল্টিমিডিয়া (কম্পিউটার) ক্লাস করানো হয় না। 

অফিস সহকারী জ্যোতি রানী বিশ্বাস বলেন, যোগদানের পর থেকেই ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস নিচ্ছি। প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তীর নির্দেশেই এ দায়িত্ব পালন করছি। 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী কথা বলতে রাজি হননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার আজিম  বলেন, ‘অফিস সহকারী দিয়ে ক্লাস করানোর নিয়ম নেই। এর আগেও তাকে নিষেধ করা হয়েছে। বিষয়টি আমরা সরজমিন গিয়ে দেখব।’

Read Entire Article