বিদ্যালয়ের ল্যাবে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ২৫

1 month ago 6

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানাগারে প্রশিক্ষণের সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম জানান, আগামী সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার বিদ্যালয়ও মেলায় অংশ নেবে। মেলায় অংশ নেওয়ার আগাম প্রস্তুতি হিসেবে বিদ্যালয়ের তৃতীয় তলায় বিজ্ঞানাগারে প্রশিক্ষণ চলছিল শিক্ষার্থীদের। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এসময় শিক্ষার্থীরা একটি বোতলে থাকা কেরোসিন পানি ভেবে ওই আগুনে প্রয়োগ করে। এতে আগুন কিছুটা বেড়ে ধোঁয়ার তৈরি হয়। শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়।

বিদ্যালয়ের ল্যাবে অগ্নিকাণ্ড, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ২৫

২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালি জানান, জরুরি বিভাগে ২৫ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে আসে। তাদের মধ্যে দুজন সামান্য দগ্ধ হয়েছে। অন্যরা আহত হয়েছে।

আশঙ্কাজনক একজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম বলেন, এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট্য কমিটি গঠন করা হবে। কারও কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

Read Entire Article