কুমিল্লা নগরীর এক আবাসিক গ্রাহকের দুটি পাখা, দুটি লাইট, একটি ফ্রিজ আর একটি টেলিভিশনের জন্য ভুতুড়ে বিল নিয়ে বিদ্যুৎ বিভাগে তোলপাড় চলছে। আগস্ট মাসে যে বাসার মিটারে বিদ্যুৎ বিল আসে এক হাজার ৪০০ টাকা। সেই মিটারেই সেপ্টেম্বরের বিল এক লাফে আসে এক লাখ ৬৭ হাজার টাকা। এ ঘটনা ঘটেছে কুমিল্লা নগরীর দুই নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির একটি বাসায়।
বিল হাতে পেয়ে গ্রাহক তানজীদা আক্তার রিয়া ও তার পরিবারের লোকজন... বিস্তারিত