বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ দশমিক ১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার সমান ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ২৬০ কোটি টাকা। সাউর্দান চট্টগ্রাম অ্যান্ড কালিয়াকৈর ট্রান্সমিশন ইনফ্রাস্টাকচার প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি।
রোববার(১৫ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঋণ চুক্তিতে ইআরডির পক্ষে অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ ও এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রাজাট মিসরা চুক্তিতে সই করেন।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এবং কালিয়াকৈর অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতা উন্নত করা।
এআইআইবি থেকে গৃহীত এ ঋণ সাত বছরের গ্রেস পিরিয়ডসহ ৩২ বছরে পরিশোধযোগ্য।
এমওএস/এমআইএইচএস/জেআইএম