বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো ছেলেরও

2 months ago 35

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, ওই গ্রামের দুর্গাচরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব (৭০) ও তার ভাই নিপেশ চন্দ্র দেব (৪৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, সকালে দুর্গাচরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব বসতঘরের বাথরুমে গোসল করতে যান। এসময় ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র দেব মাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন মা-ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

Read Entire Article