বিনদোন জগতে এ বছর সংসার ভাঙার খবর শোনা গেছে যাদের

২০২৫ সাল বিদায়ের পথে। বছরের শেষ প্রান্তে এসে নানা হিসাব–নিকাশের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। এই সময়ে বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে ছিল নানা অস্থিরতা। কাজের সুযোগ কমে যাওয়া, সিনেমা হলের সংখ্যা হ্রাস, সামাজিকমাধ্যমে সাধারণ মানুষের অতিমাত্রায় আসক্তি— এসব বিষয়ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে পেশাগত অনিশ্চয়তার পাশাপাশি শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। চলতি বছরে দেশীয় শোবিজ অঙ্গনে যেমন বেশ কিছু বিয়ের খবর শোনা গেছে, তেমনি তুলনামূলকভাবে কম হলেও সামনে এসেছে কয়েকটি দাম্পত্য ভাঙনের খবর। দিলশাদ নাহার কনা সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা এ বছর তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানেন। ছয় বছর আগে ভালোবেসে তিনি গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন। তবে পারস্পরিক বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। এ বছরের মধ্যেই কনার পুনরায় বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। হৃদয় খান সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন গত ১৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে তার বিয়ে হয়। প্রায় সাড়ে সাত বছর

বিনদোন জগতে এ বছর সংসার ভাঙার খবর শোনা গেছে যাদের

২০২৫ সাল বিদায়ের পথে। বছরের শেষ প্রান্তে এসে নানা হিসাব–নিকাশের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আরও একটি বছর। এই সময়ে বিশ্বজুড়ে শোবিজ অঙ্গনে ছিল নানা অস্থিরতা। কাজের সুযোগ কমে যাওয়া, সিনেমা হলের সংখ্যা হ্রাস, সামাজিকমাধ্যমে সাধারণ মানুষের অতিমাত্রায় আসক্তি— এসব বিষয়ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে পেশাগত অনিশ্চয়তার পাশাপাশি শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবনও আলোচনায় এসেছে। চলতি বছরে দেশীয় শোবিজ অঙ্গনে যেমন বেশ কিছু বিয়ের খবর শোনা গেছে, তেমনি তুলনামূলকভাবে কম হলেও সামনে এসেছে কয়েকটি দাম্পত্য ভাঙনের খবর।

দিলশাদ নাহার কনা

সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা এ বছর তার দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানেন। ছয় বছর আগে ভালোবেসে তিনি গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন। তবে পারস্পরিক বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন হয়। এ বছরের মধ্যেই কনার পুনরায় বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে।

হৃদয় খান

সংগীতশিল্পী হৃদয় খান তার তৃতীয় বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করেন গত ১৯ ফেব্রুয়ারি। ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে তার বিয়ে হয়। প্রায় সাড়ে সাত বছর পর সেই সম্পর্কের ইতি টানেন এই শিল্পী।

রাশেদ মামুন অপু

অভিনেতা রাশেদ মামুন অপুর দাম্পত্য জীবনের ভাঙন ঘটে ছয় বছর আগেই। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি। গত ১৪ ডিসেম্বর তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিন আড়ালে থাকা এই বাস্তবতা সামনে আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow