বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীদের জয়

1 month ago 43
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। সভাপতি পদে অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার তরুণ ও সাধারণ সম্পাদক আবু তাহের সরদার নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। এ ছাড়া সাধারণ সম্পাদক পদের প্রার্থী আফজাল হোসেন ও সদস্য পদপ্রার্থী মাহমুদ হোসেন ফিরোজের প্রার্থী পদ বাতিল হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী না থাকায় জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুর রহমান তাদের নির্বাচিত ঘোষণা করেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে ভোটে মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি আইয়ুব আলী, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং অ্যাপ্যায়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মামুনুর রশিদ। অর্থ সম্পাদক গোলাম মওদুদ শাহরিয়ার, গ্রন্থাগার ও প্রচার সম্পাদক রুহুল আমিন ফারুক, নিরীক্ষা সম্পাদক আব্দুল মোমিন হামিদুল। সদস্য পদে সোহেলী পারভিন, গোলাম মওলা ও আব্দুল আলীম মল্লিক। জানা যায়, সাধারণ সম্পাদক প্রার্থী আফজাল হোসেনের নাম ভোটার তালিকায় নেই। এ কারণে তার প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিলকৃত সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান ফিরোজের আইন পেশায় ৩ বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা বাতিল হয়। ২০২৫ বার্ষিক নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ভোটার ১৯১ জন। সমিতির নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২ জনের প্রার্থী পদ বাতিল হয়। বৃহস্পতিবার গ্রন্থাগার ও প্রচার সম্পাদক প্রার্থী নূর-ই-আলম ছিদ্দিকি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক প্রার্থী আফজাল হোসেন প্রার্থিতা বাতিল হওয়া প্রসঙ্গে বলেন, তিনি ঢাকা বার কাউন্সিলে তার প্রার্থীপদ এবং ভোটার হওয়া ফিরে পেতে আবেদন করবেন।   জেলা আওয়ামী আইনজীবী পরিষদের একাধিক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিবেশ তাদের অনুকূলে না থাকায় তারা ভোটে অংশ নেননি। নির্বাচনের দায়িত্বে নির্বাচন কমিশনার আব্দুস সালাম ও আশরাফ আলী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৩০ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Read Entire Article