বিনা মজুরিতে নারীর গৃহস্থালি কাজের মূল্য বছরে ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা

12 hours ago 2

বাংলাদেশের নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের সেবাযত্নের কাজও করে থাকেন। এই কাজের জন্য তারা কোনো মজুরি পান না। তবে এ শ্রমের আর্থিক মূল্য কত হতে পারে, তা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বিবিএসের হিসাব অনুযায়ী, যদি নারীরা গৃহস্থালি ও সেবাযত্নের কাজের জন্য মজুরি পেতেন, তাহলে এর মোট মূল্য দাঁড়াত ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই হিসাবটি ২০২১ সালের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিবিএস হাউসহোল্ড প্রডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট (এইচপিএসএ) এ তথ্য তুলে ধরেছে। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে এক অনুষ্ঠানও আয়োজন করা হয়। 

বিবিএসের হিসাবে দেখা গেছে, নারীর বিনা মজুরির গৃহস্থালির কাজের আর্থিক মূল্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। অন্যদিকে, সেবাযত্নের কাজের আর্থিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। নারী ও পুরুষ মিলিয়ে সকলের বিনা মজুরির কাজের মোট আর্থিক মূল্য বছরে ৬.৭ ট্রিলিয়ন টাকা বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।

রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া, অসুস্থের সেবা- এসব অসংখ্য কাজের ওপরই পরিবার ও সমাজের দৈনন্দিন চলাফেরা নির্ভরশীল। তবু এতদিন এসব কাজ দেশের অর্থনীতির হিসাবের খাতায় লেখা ছিল না। বিবিএসের এই প্রতিবেদনের মাধ্যমে নারীর এই অদৃশ্য শ্রমের অর্থনৈতিক গুরুত্ব পাওয়া গেল। 

বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অদেখা শ্রমের এই পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং নীতি ও বাজেটে লিঙ্গ-সংবেদনশীলতা বাড়ানোর জন্য এক বড় ভিত্তি। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় নারীর অমূল্য অবদানকে দৃশ্যমান করার মাধ্যমে দেশ এক নতুন দিগন্তে প্রবেশ করল।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর শ্রম দীর্ঘদিন ধরে অর্থনীতির ছায়ায় ছিল। আজকের এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করল।

এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান পরিসংখ্যানবিদ মাহিন্থান জোসেফ মারিয়াসিংহাম ভিডিও বার্তায় এই উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি ‘অগ্রণী পদক্ষেপ’ বলে অভিহিত করেন।

Read Entire Article