বিপদে পড়লে বিএনপি-জামায়াতকে আশ্রয় দিয়েছে জাতীয় পার্টি

1 day ago 6

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম) কাদের বলেছেন, সমস্ত দলের লোককে আমরা আশ্রয় দিয়েছিলাম। বিএনপি বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি, জামায়াত বিপদে পড়লে আমরা আশ্রয় দিয়েছি। মানুষের সেবা করার চেষ্টা করেছি। আমরা শান্তির রাজনীতি করি। সহযোগিতার রাজনীতি করি। বন্ধুত্বের রাজনীতি করি। আমরা ঘৃণার রাজনীতি করি না।

রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয়ে রংপুর সদর উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টিকে কোনো ক্রমেই দেশের মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। সেজন্য প্রোগ্রাম করবেন, সরাসরি মাঠে থাকবেন। যারাই বাধা দিতে আসবে, তাদের প্রতিহত করবেন। আমাদেরকে দাবিয়ে রাখা হবে, সেটা কি আপনারা মেনে নেবেন? সেভাবেই প্রস্তুতি নেন। সারাদেশের মানুষ যেন বুঝতে পারে জাতীয় পার্টি আছে এবং থাকবে। মানুষের মনে আমরা আছি এবং মানুষের মনে আমরা থাকবো।

জাপা চেয়ারম্যান বলেন, রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। রংপুরের মানুষ শান্তিতে আছেন। বিভিন্ন জায়গায় অত্যাচার করা হচ্ছে মানুষকে, লুট করা হচ্ছে, বাড়িঘর দখল করা হচ্ছে।

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।

রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাসুদার রহমান মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা রুহুল আমিন লিটন, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনিছুর রহমান আনিস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগরের আহ্বায়ক ফারুক হোসেন মন্ডলসহ জাতীয় পার্টি রংপুর জেলা, মহানগর ও সদর উপজেলার অঙ্গ সগযোগী সংগঠনের নেতারা।

জিতু কবীর/এফএ/জিকেএস

Read Entire Article